
তথ্য প্রযুক্তির দ্রুত
সম্প্রসারণের প্রেক্ষাপটে, বর্তমানযুগ অসীম প্রতিযোগিতার যুগ,
জ্ঞান-বিজ্ঞানের বিকাশের যুগ। জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থার শীর্ষে
পদার্পণের জন্য কোমলমতি শিক্ষার্থীদের প্রতিনিয়ত মেধার প্রতিযোগিতায়
অবতীর্ণ হতে হয়। মেধা বিকাশের জন্য প্রয়োজন উন্নতমানের শিক্ষা ব্যবস্থা,
মেধাবী ও দায়িত্বশীল শিক্ষক মন্ডলীদের নিবিড় তত্ত্বাবধান। আহ্ছানিয়া মহিলা
মিশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তাদের মেধা
ও মান বিকাশের লক্ষ্যে ১৯৭৭ সাল থেকে পিতৃ-মাতৃস্নেহের ছায়ায় এ কাজটি করে
আসছে।
বিজ্ঞান,
ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা একটি পরিবর্তনশীল শিক্ষা ব্যবস্থা।
প্রতিনিয়ত এ শিক্ষা ব্যবস্থায় উদ্ভাবিত হচ্ছে নিত্য-নতুন তত্ত্ব, তথ্য,
পদ্ধতি, কৌশল ও রীতি-নীতি। এ সবের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রেখে সম্পূর্ণ
বাস্তব ও যুগোপযোগী ধ্যাণ-ধারণা সংযোজন করে নতুন আঙ্গিকে সব উপাদানে সমৃদ্ধ
মহিলা মিশন স্কুল। তাই আজকের শ্লোগান মানসম্মত শিক্ষাই আমাদের অঙ্গীকার।
আমি আশা করি, এই মহৎ কাজে সবার উৎসাহ ও সহযোগিতা পাব। এই লক্ষ্যে আসন্ন ২০২০ শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেনী পর্যন্ত ভর্তিতে আহছানিয়া মহিলা মিশন উচ্চ বিদ্যালয়ে আপনার সন্তানের শুভা গমনে জানাই আমন্ত্রন ও শুভেচ্ছা।