প্রতিষ্ঠানের ইতিহাস
“স্রষ্টার ইবাদত এবং সৃষ্টের সেবা করা ”এই উদ্দেশ্যকে সামনে রেখে ১৯৩৫ ইং সালের ১৫ই মার্চ খুলনার অন্তর্গত সাতক্ষীরা জেলার নলতা গ্রামে হযরত শাহ্ছুফী আলহাজ্জ্ব খানবাহাদুর আহছানউল­াহ(র:) (এম.এ,এম.আর,এস.এ,আই.ই.এস ) কর্তৃক নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন নামের সেবামূলক প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করা হয় । প্রতিষ্ঠানটির কার্যক্রম কোন জাতি,ধর্ম,বর্ন বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নহে । ইহা সমগ্র মানব জাতীর জন্য তার কার্যক্রম পরিচালনা করে আসছে । তারই প্রেরনায় উৎসাহি হয়ে তারই  একান্ত কতিপয় মহিলা ভক্তদয় একত্রিত হয়ে ১৯৭৭ ইং সালে ঢাকা আহ্ছানিয়া মহিলা মিশন নামের প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেন । যার রেজি নং: ম.বি.প (৫) ৭৮, তাং: ৫-৭-৭৮ ইং, ২/ডি,দারুসসালাম রোড,মিরপুর -১,ঢাকা-১২১৬।

এ প্রতিষ্ঠানটির  ও মূল উদ্দেশ্য হচ্ছে  “স্রষ্টার ইবাদত এবং সৃষ্টের সেবা” আর এ উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানটি নিম্নলিখিত কার্যক্রমগুলো পরিচালনা করে আসছে ।
১। বালিকা এতিমখানা পরিচালনা করা ।
২। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা করা ।
৩। মক্তব পরিচালনা করা ।
৪। সহীহ্ শুদ্ধভাবে অর্থসহ কোরআন শিক্ষা প্রকল্প পরিচালনা করা ।
৫। গরীব মেধাবী ছাত্রীদের বৃত্তি প্রদান । 
৬। হতদরিদ্রদেরকে বস্ত্র ব্যাংকের মাধ্যমে বস্ত্র প্রদান করা ।
৭। কম্পিউটার প্রশিক্ষন সহ আরও অন্যান্য প্রকল্প পরিচালনা করা ।


মহিলা মিশন দ্বারা পরিচালিত বিদ্যালয়টি আসলে নামমাত্র বেতনে সকল শ্রেনী পেশার মানুষের সন্তানদের জন্য প্রশিক্ষনপ্রাপ্ত উচ্চশিক্ষিত শিক্ষকমন্ডলী দ্বারা যত্নসহকারে হাতেকলমে শিক্ষাদান করে আসছে । P.E.C, J.S.C এবং  S.S.C পরীক্ষার পাশের হার প্রায় ১০০% এ উন্নীত করতে সক্ষম হয়েছে । যার পরিপ্রেক্ষিতে বিদ্যালয়টি ২০১২ ইং সালে মাধ্যমিক একাডেমিক স্বীকৃতি লাভ করেছে ।